ময়মনসিংহে বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য ১০ পুলিশ কর্মকর্তাসহ তিন চৌকিদারকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ সব পুলিশ কর্মকর্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা হলেন- কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম (শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক), একই থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শাকের আহমেদ (শ্রেষ্ঠ এসআই), নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম (শ্রেষ্ঠ এসআই), শেরপুর জেলার গোয়েন্দা কর্মকর্তা (ওসি/ডিবি) ফজলে এলাহী (শ্রেষ্ঠ ডিবি অফিসার), নেত্রকোণা থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদরুল হাসান খান, শেরপুর সদর ট্রাফিকের সার্জেন্ট রুবেল মিয়া, নেত্রকোণার বারহাট্রা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী মো: শহীদুল ইসলাম, নেত্রকোণার ডিএসবি’র সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম, নেত্রকোণার আইসিটি শাখার কনস্টেবল আবুল হোসেন।
এছাড়া নেত্রকোণা জেলার চল্লিশা ইউনিয়নের দফাদার সিরাজুল ইসলাম, ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া ইউনিয়নের দফাদার রাম গোপাল ও জামালপুরের দফাদার ফজলুল হক।
এ সময় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আক্কাছ উদ্দিন ভূঁইয়া, জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক উপস্থিত ছিলেন।
বিবার্তা/আমিন/রয়েল