তুচ্ছ ঘটনায় সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষ

তুচ্ছ ঘটনায় সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষ
প্রকাশ : ২৫ জুন ২০১৬, ০৬:০৮:২১
তুচ্ছ ঘটনায় সিলেটে ছাত্রলীগের দু'গ্রুপে সংঘর্ষ
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+
তুচ্ছ ঘটনায় সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানটুলা লন্ডনি এলাকায় এ ঘটনা ঘটে।  
 
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাজমুস সামস তুষার নামে একজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত অন্যরা হলেন, সায়েম, ফাহিম, সাহেদ, শাহীন ও বুলবুল।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আড্ডা দেওয়াকে কেন্দ্র করে  সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল আহমদের মধ্যে বিরোধ চলে আসছিলো।
 
শুক্রবার রাত ১১টার দিকে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার গ্রুপের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে বুলবুল গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে নাজমুস সামসসহ ৬ জন আহত হন। আহত নাজমুস সামস মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রাজউদ্দিনের ছেলে।
 
সিলেট মহানগর জালালাবাদ ওসি আখতার হোসেন জানান, ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার কথা শুনেছেন। খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 
বিবার্তা/ডিডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com