ময়মনসিংহে পুলিশ হেফাজতে প্রান্ত চন্দ্র দে (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রান্ত ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড়ের বাসিন্দা। তার বাবার নাম রবীন্দ্র চন্দ্র দে।
শুক্রবার বিকেলে ১৫টি ইয়াবাসহ শহরের দুর্গাবাড়ি মন্দিরের পেছন থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের ভাষ্যমতে, প্রান্ত মাদকসেবী ও ব্যবসায়ী। থানার হাজতে থাকা অবস্থায় সন্ধ্যার কিছু আগে প্রান্ত বুকে ব্যথা অনুভব করে। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে প্রান্তের বড় ভাই মিঠু চন্দ্র দে’র সাথে যোগাযোগ করা হলে তিনি বিবার্তাকে বলেন, ‘আমি তার বড় ভাই। আমি কখনো তাকে মাদক সেবন করতে দেখি নাই। পুলিশ বলেছে, তার কাছে ইয়াবা পাওয়া গেছে।’
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, আগে থেকেই হৃদরোগ ছিল প্রান্তর।
বিবার্তা/আনোয়ার/নিশি