সিলেটে মিজানুর রহমান (২৩) নামে ডিবি পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান সুনামগঞ্জের জগন্নাথপুর থানার মিরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে ও সিলেট নগরীর টিলাগড় শাপলাবাগ মৌসুমী ৩২-এর বর্তমান বাসিন্দা।
কোতয়ালী থানার এএসআই অর্জুন চক্রবর্তী বলেন, মার্কেটে এক ব্যক্তির সঙ্গে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণাকালে তাকে আটক করা হয়।
বিবার্তা/ডিডি/ইফতি