সিলেটে নারী চোর চক্রের সদস্য সীমা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় নগরীর জিন্দাবাজার শুকরিয়া মার্কেটের সামনে থেকে এক নারীর ব্যাগ চুরির সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটক সীমা নগরীর মেন্দিবাগ এলাকার আলা উদ্দিনের কলোনীর বাসিন্দা রুবেল মিয়া স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সোনারপাড়া এলাকার বাসিন্দা আখি বেগম ঈদের কেনাকাটা করতে জিন্দাবাজারের শুকরিয়া মার্কেটে আসেন। মার্কেটের প্রবেশ করার সময় তার তার ব্যাগ থেকে ১৫ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ধাওয়া করে আটক করে। তবে টাকা উদ্ধার করা যায়নি।
আখি বেগম জানান, মার্কেটের প্রবেশ করার সময় বোরকা পরা নারী ভিড়ের মধ্যে ব্যাগে হাত ঢুকিয়ে টাকা নিয়ে নেয়। বুঝতে পেরে চিৎকার করলে লোকজন তাকে আটক করেন। তবে টাকা ফেরত পাওয়া যায়নি। তার ব্যাগে ১৫ হাজার টাকা ছিল বলেন তিনি।
সিলেট কোতয়ালি থানার এসআই অর্জুন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সীমা বেগমকে জনতার কবল থেকে উদ্ধার করে নিয়ে যায়।
বিবার্তা/ডিডি/ইফতি