শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী কালাকুমা গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বুধবার দুপুরে ওই দুই যুবককে আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন শেরপুর শহরের কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (এটিআই) এলাকার শিবনাথ চন্দ্র দে’র ছেলে আশীষ চন্দ্র গোল (২৩) এবং একই এলাকার আজিরুদ্দিনের ছেলে সিএনজি চালক আব্দুস সাত্তার (২৫)।
ইমিগ্রেশন সূত্র জানায়, তিন যুবক একটি সিএনজি যোগে কালাকুমা এলাকায় এসে ভারতীয় মদের চালান নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সদস্য আবুল হোসেন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে কালাকুমা ফুটবল মাঠ এলাকায় সিএনজিটিকে আটক করে। এসময় ওই সিএনজি থেকে ১৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়। সিএনজিতে থাকা তিন যুবকের মধ্যে একজন পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফসিহুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সানী/নিশি