শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি-শাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এবার ভর্তি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ এবং সদস্য সচিব থাকছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন। ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানা গেছে।
বিবার্তা/নাজিম/লিয়ন