ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ নিবন্ধিত মোবাইল সিম, জাতীয় পরিচয়পত্র ও ভিওআইপি সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- জহিরুল ইসলাম (২০), হুমায়ুন (২৫) ও রুহুল আমিন (২০)।
বুধবার রাতে শহরের সানকিপাড়ায় নয়ন মণি মার্কেট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কোতোয়ালি থানার ওসি কামরুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সানকিপাড়ার সৌদি প্রবাসী সুরুজ মিয়ার বাসায় দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন কোম্পানির সিম নিবন্ধনসহ (বায়োমেট্রিক) অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে ওই ভবনের পাঁচতলার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ।
এ সময় ওই বাসা থেকে ৫টি ডিভাইস, ২টি কম্পিউটার, ১টি ল্যাপটপ, ১টি বায়োমেট্রিক মেশিন, বিভিন্ন প্রকার ক্যাবল, জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন মোবাইল কোম্পানির কাগজপত্রসহ কয়েক হাজার জালিয়াতির মাধ্যমে নিবন্ধিত সিম উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আটক করা হয়েছে।
আটক ওই তিনজনের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
বিবার্তা/জাকিয়া/যুথি