হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে এবং শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসব প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত রয়েছেন ৪শ’র অধিক বিদেশি নাগরিক। শুক্রবার ঢাকার গুলশানে রেস্টুরেন্টে সন্ত্রাসী ঘটনার পর হবিগঞ্জের পুলিশ প্রশাসন বিদেশিদের অবস্থানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মোর্তজা জানান, জেলার নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড, নির্মাণাধীন দুটি বিদ্যুৎ কেন্দ্র, মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণাধীন প্লান্ট, প্রাণ-আরএফএল গ্রুপ, স্টার পোরসেলিন ও সিপি হ্যাচারিতে অনেক বিদেশি নাগরিক কাজ করেন।
এসব স্থানে পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল ও চেক পোস্ট বসানো হয়েছে। এছাড়াও সাদা পোশাকে কাজ করছে পুলিশ সদস্যরা।
বিবার্তা/রোকন/কাফী