হবিগঞ্জে কলেজ জাতীয়করণের দাবি

হবিগঞ্জে কলেজ জাতীয়করণের দাবি
প্রকাশ : ১০ জুলাই ২০১৬, ১৮:২০:৪১
হবিগঞ্জে কলেজ জাতীয়করণের দাবি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অবস্থিত সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। 
 
রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
মানবন্ধন শেষে এক সভায় ছাত্রছাত্রীরা বলেন,  সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে ৫টি চা বাগানসহ ৮টি ইউনিয়নের অন্যান্য জেলা থেকে একাদশ, ডিগ্রি ও অনার্স সেকশনে ২ হাজার ছাত্রছাত্রী অধ্যয়ন করছেন। সম্প্রতি ১৫৪টি কলেজে জাতীয়করণের অনুমোদনের খবর পাওয়া গেছে। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে এ কলেজকে জাতীয়করণ থেকে বাদ দেয়ার ষড়যন্ত্র করছে। 
 
কলেজের অধ্যক্ষ মো. জাহির মিয়া বলেন, উপজেলা সদর থেকে দূরে অবস্থিত যে কলেজ জাতীয়করণের চেষ্টা করা হচ্ছে সে কলেজে ডিগ্রি সেকশনের কোনো অনুমোদন নেই। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী উপজেলা সদরে অবস্থিত সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজকে জাতীয়করণ করার কথা।
 
এদিকে মানববন্ধনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে প্রায় আধাঘণ্টায় শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে চরম ভোগান্তীতে পড়েন যাত্রীরা।
 
বিবার্তা/ফয়সল/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com