হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দলগাঁও গ্রামের ডাকাত জামালের বাড়ি থেকে অস্ত্র,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে জনতার সহযোগিতায় ডাকাত জামালকে পুলিশ গ্রেফতার করেন। পরে তার দেয়া স্বীকারোক্তি মতে, মাধবপুর থানার এস.আই মমিনুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ জামাল ডাকাতের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের ধানের গোলার নিচ থেকে ১টি পাইপগান, ৪ রাউন্ড শর্ট গানের গুলি,ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-জামালের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
বিবার্তা/ফয়সল/জিয়া