হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লামরু এলাকায় পিকআপভ্যানের চাপায় দুলপ চান (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলপ চান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লামরু গ্রামের সমসু মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন জানান, বিকেলে দুলপ চান বাড়ির পাশে লামরু এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওষুধবাহী একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
বিবার্তা/নাজিম/লিয়ন