বরিশালে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুর রউফ মিয়া জরিমানা করেন। পাশাপাশি এসময় নিষিদ্ধ ঘোষিত আট কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রউফ মিয়া জানান, দুপুরে নগরের বাজার রোড ও বেলতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পলিথিন ব্যাগ বিক্রি, প্রদর্শন, মজুত ও বিতরণ করার দায়ে মেসার্স জনতা মুদি ভাণ্ডারের মালিককে ১০ হাজার টাকা, নিউ গাজী স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা, লোকনাথ ট্রেডার্সের মালিককে তিন হাজার টাকা, আরজু বেকারি অ্যান্ড স্টেশনারির মালিককে দুই হাজার টাকা, মানিক অ্যান্ড সন্সের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযানের সময় পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মো. মীর কাশেম মজুমদার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/নাজিম/লিয়ন