সমুদ্র সৈকত কুয়াকাটায় পর্যটক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো আইনী সহায়তার জন্য ২৪ ঘণ্টাই খোলা থাকবে এ হেল্প লাইনটি। পটুয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে কুয়াকাটা চৌরাস্তায় পুলিশবক্স সংলগ্ন এলাকায় এ সংক্রান্ত একটি সাইন বোর্ড সাঁটানো হয়েছে। সেখানে ০১৭০৪৭৭৯৭৮৭, ০১৭৫২৬০২৬৪৬ ও ০৪৪১-৬২৬৯৬ এ তিনটি নাম্বার দেয়া হয়েছে।
মহিপুর থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, পর্যটকরা কুয়াকাটা এসে কোনো সমস্যায় পড়লে ওই তিনটি নাম্বারে যোগাযোগ করলে তাদের সহায়তা দেয়া হবে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মোতালেব শরিফ বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। আশা করছি, এতে পর্যটকদের মধ্যে নিরাপত্তাহীনতার শঙ্কা দূর হবে। দেশের স্বার্থে প্রশাসনকেও আমরা সব ধরনের সহযোগিতা করবো।
মহিপুর থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, শুধু আইনি সহায়তা নয়, এ হেল্প লাইনের তিনটি নাম্বারের যে কোনটিতে ফোন করে পর্যটকরা সব ধরনের সহায়তা নিতে পারবেন।
বিবার্তা/উত্তম/নাজিম