পটুয়াখালীর কলাপাড়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সোহেল চৌধুরী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোহেল খেপুপাড়ার ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলো।
মানববন্ধনে ইসমাইল হোসেন তালুকদার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. আলাউদ্দিন, মো. তুহিন তারেক, সাইদুর রহমান, মো. গোলাম রায়হান, নিহত সোহলের বাবা বিজিবির (অব:) সুবেদার মেজর মো. মোতালেব চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার হাবিবুল্লাহ রানা, কমিউনিস্ট পার্টি খেপুপাড়া শাখার সাধারণ সম্পাদক নাসির তালুকদার, খেপুপাড়া এমবি অনার্স কলেজের অধ্যাপক মো.রফিকুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে মো. জমির উদ্দিন, মো.বসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মামলার ১৩ দিন পার হলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, গত ৩ জুলাই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় সোহেলের বাবা ওই দিনই বরগুনা থানায় মো. শাহজান কবিরকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
বিবার্তা/উত্তম/নাজিম