শেষ দিন শনিবার প্রচারণায় মুখর ছিলো ময়মনসিংহ-১ (হালুয়াট-ধোবাউড়া) আসনের ধোবাউড়া উপজেলা। আগামী ১৮ জুলাই এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে নৌকার প্রার্থী প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং’র। তার সঙ্গে ভোটের লড়াইয়ে রয়েছেন আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন।
শেষ দিনের প্রচারণায় তার তৎপরতা দেখা না গেলেও নৌকার প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতারা কোমর বেঁধে মাঠ নেমেছেন। ফলে নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার মিছিল আর নৌকার স্লোগানে মুখর ছিলো গোটা ধোবাউড়া উপজেলা।
এদিন বিকেলে শেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, প্রমোদ মানকিন হালুয়াঘাট-ধোবাউড়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন উপহার দিয়েছেন। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ও প্রমোদ মানকিনের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নৌকাকে বিজয়ী করতে হবে।
পথসভায় নবনির্বাচিত স্থানীয় ইউপি সদস্যে বিএনপি নেতা এমদাদুল হক খোকনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
ধোবাউড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জুয়েল আরেং ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।
বিবার্তা/ডিডি/ইফতি