উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে পিরোজপুরের কাউখালীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস। অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মো. খাইরুল আলম সেখ।
অনুষ্ঠানে অংশ নেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুদ্দোহ চাঁন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী থানার এসআই মো. মনির, কাউখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওমর ফারুক, কাউখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই, জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে এবং সকলের সন্তানদের দিকে খেয়াল রাখতে হবে।
বিবার্তা/বশির/ফারিজ