ময়মনসিংহের ত্রিশালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত হয়েছেন। এতে বাবা-মাসহ ৩ জন আহত হয়েছেন।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল পৌরসভার ইভা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী এনা পরিবহন ও সৌখিন পরিবহনের ওভারটেকিংয়ের সময় রাস্তায় থাকা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী শাপলা রানী শিলা (১৯) ও তার ছোট ভাই নিরব (১) নিহত হয়। এ সময় রিকশায় থাকা শিলার বাবা কালা চাঁন রবি দাস (৪৫) ও মা স্বপ্না রানী রবি দাস (৩৮) ও ভ্যানচালক নুরু মিয়া আহত হন। আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/আনোয়ার/রয়েল