আজ সোমবার ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। নির্বাচন কমিশন (ইসি) এই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে কমিশনের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে জানা যায়, এ নির্বাচনে কেন্দ্র প্রতি অন্তত ২২ জন করে সমন্বিত ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আরও দু’জন ফোর্স মোতায়েন রয়েছে।
গত ১১ মে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এবং ২ মে ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য ডা. মজিবুর রহমান ফকির মৃত্যুবরণ করায় এ দুটি আসন শূণ্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে গত ৯ জুন আসন দু’টিতে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ময়মসসিংহ-১ আসনে তিন লাখ ৬২ হাজার ৬৯৪ জন ভোটার ১৩৩টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রমোদ মানকিনের ছেলে জুয়েল আরেং ও স্বতন্ত্র প্রার্থী সেলিমা খাতুন। এ আসনে পুলিশ ও আনসারের দুই হাজার ৯২৬ জন সদস্য ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
ময়মনসিংহ-৩ আসনে দুই লাখ ২৬ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মো. শামসুজ্জামান, ইসলামী ঐক্যজোটের মো. আবু তাহের খান ও ন্যাপের মো. আব্দুল মতিন এবং স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ও মো. আজিজুল হক। এ আসনের ৮৭টি ভোটকেন্দ্রে কমপক্ষে ১ হাজার ৯১৪ জনের ফোর্স মোতায়েন রয়েছে।
নির্বাচনী এলাকায় ইতোমধ্যে বিজিবি ও র্যা বের টিম চারদিনের জন্য মাঠে নেমেছে। এক্ষেত্রে ময়মনসিংহ-১ আসনে পুলিশ, আনসার, র্যা ব, এপিবিএ সদস্যদের সমন্বয়ে ৫৭টি মোবাইল টিম ও ১৯টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি মোতায়েন রয়েছে ৪ প্লাটুন, প্রতি প্লাটুনে ২০ জন জোয়ান রয়েছে।
অপরদিকে ময়মনসিংহ-৩ আসনের নির্বাচনে ৩৫টি মোবাইল টিম ও ১২ টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে। প্রতিটি টিমে ৬ জন করে ফোর্স দায়িত্ব পালন করছেন। বিজিবি রয়েছে ৩ প্লাটুন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স আগামী ১৯ জুলাই পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী অপরাধ রোধ ও বিচারের জন্য ওই দুই আসনের প্রতিটিতে নিয়োজিত করা হয়েছে ৩ জন করে নির্বাহী এবং দুই জন করে বিচারিক ম্যাজিস্ট্রেট।
বিবার্তা/জিয়া