বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদী থেকে চুরি করা আটটি গরু বোঝাই একটি ট্রলার উদ্ধার করেছেন মৎস্য শ্রমিকরা। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বিষখালী নদীতে মাছ ধরার সময় তারা গরুগুলো উদ্ধার করেন।
উপজেলার চরলাঠিমারা গ্রামের মো. রুস্তুম বৈদ্যের ছেলে হোসেন শহিদ জানান, বিষখালী নদীতে সোমবার রাতে হোসেন শহিদসহ বেশ কয়েকজন জেলে মাছ ধরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে একটি ট্রলারকে দ্রুত গতিতে যেতে দেখে জেলেদের সন্দেহ হয়। এসময় হোসেন শহিদ চিৎকার করেল আশপাশের ট্রলারে থাকা জেলেরা জড়ো হয়ে ওই ট্রলারকে ধাওয়া করে। একপর্যায় বিষখালী নদীর কুমিরমারা এলাকায় ট্রলারটি থামিয়ে চোরা কারবারীরা পালিয়ে যায়। পরে জেলেরা আটটি গরু বোঝাই ট্রলারটি উদ্ধার করেন।
পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছাত্তার খান বলেন, গরু ও ট্রলার আমার জিম্মায় রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, গরুগুলো পাথরঘাটার চরাঞ্চল থেকে চুরি করে অন্য কোথাও পাচার করা হচ্ছিল।
পাথরঘাটা থানার ওসি (তদন্ত) কমল বলেন, বিষয়টি এর আগে কেউ আমাদের জানায়নি। এখন খোঁজ নিয়ে দেখছি।
বিবার্তা/নাজিম/লিয়ন