সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে
প্রকাশ : ২২ জুলাই ২০১৬, ১২:১৭:৩৩
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার দাস জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
 
এদিকে, সুরমা নদীর পানি সকালে শহরের নবীনগর, কাজীরপয়েন্ট, মাছবাজার, সবজিবাজার, জেলা রোড, উকিলপাড়া, উত্তর আরপিননগর, তেঘরিয়া এলাকায় প্রবেশ করেছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সীমান্তের মঙ্গলকাটা বাজারসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে গেছে।
 
এছাড়া দোয়ারাবাজারের খাসিয়ামারায় বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সব সড়ক ডুবে গেছে। জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
 
বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকাও প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
 
বিবার্তা/নাজিম/লিয়ন
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com