ভোলাকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে

ভোলাকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে
প্রকাশ : ২২ জুলাই ২০১৬, ১৬:১৮:৫৫
ভোলাকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ভোলাকে একটি শিল্প নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ (এমপি)।
 
শুক্রবার দুপুরে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের ৪নং কুপের ওয়ার্কওভার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
মন্ত্রী ভোলাকে একটি অপরা সম্ভবনাময় জেলা উল্লেখ করে বলেন, এখানে পর্যাপ্ত গ্যাসের মজুদ রয়েছে। ইতিমধ্যে ৪টি কুপের খনন শেষ হয়েছে। আরো ২টি কুপ খনন করা হবে। যা থেকে ভোলা হবে একটি শিল্প নগরী। জেলার বেকারত্ব দূর হয়ে এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামীতে বিশ্বের যে ১০টি দেশ উন্নতি লাভ করবে বাংলাদেশ হবে তাদের মধ্যে একটি। 
 
অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জ্বালানী ও খনিজ মন্ত্রণালয়ের সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ, বাপেক্স ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুজ্জামান, ভোলার জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, উপজেলা চেয়ারম্যান মহব্বতজান চৌধুরী,  পৌর-মেয়র রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
 
বিবার্তা/মজুমদার/নাজিম
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com