মঠবাড়িয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

মঠবাড়িয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশ : ২৫ জুলাই ২০১৬, ২০:৩৪:১২
মঠবাড়িয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মো. লিটন (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মঠবাড়িয়া পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম (২৮) ও এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও দলীয় সূত্র জানায়,  সকালে উপজেলার গুদিঘাটা বাজারে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নাজমুল আহসান ওরফে টুকুকে (৫০) হাতুড়িপেটা করে একই এলাকার কয়েকজন ব্যক্তি। নাজমুল আহসান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিনের অনুসারী। অপর দিকে হামলাকারীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমানের অনুসারী বলে পরিচিত। নাজমুলের আহত হওয়ার খবর পেয়ে রফিউদ্দিনের সমর্থকেরা গুদিঘাটা এলাকায় মহড়া দিয়ে আশরাফুলের সমর্থক আল আমিন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করেন। এ ঘটনা নিয়ে দুপুর থেকে আওয়ামী লীগের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরে মহড়া দিতে থাকে। বিকেল পাঁচটার দিকে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবলীগ কর্মী মো. লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, ফারুক খান (৫০) ও সিদ্দিকুর রহমান (৪৮) ও পথচারী মো. রাশেদ (১০) গুলিবিদ্ধ হন। লিটনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ফারুক স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বাকি তিনজনকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, লিটনের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহ্ন রয়েছে।
 
দলীয় সূত্র জানায়, নিহত লিটন ও আহত শরীফুল উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুরের অনুসারী। ফারুক ও সিদ্দিকুরের দলীয় পরিচয় সম্পর্কে জানা যায়নি। নিহত লিটনের বাড়ি মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। এলাকায় তার একটি কাপড়ের দোকান রয়েছে।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর বলেন, নিহত লিটন যুবলীগের কর্মী। দুই পক্ষের দ্বন্দ্ব নিরসনের জন্য উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু কোনো লাভ হয়নি।
 
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 
 
বিবার্তা/আমিন/রয়েল
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com