পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত (৩০) নিহতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মঠবাড়িয়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদের ছোট ভাই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাফিজ উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের সমর্থক নাসির জমাদ্দার।
মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নাফিজ উদ্দিন আহমেদ মামলার এজাহারভুক্ত আসামি ও নাসির জমাদ্দারকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার বিকেলে আওয়ামী লীগের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় যুবলীগ কর্মী লিটন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় রাতে নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে মঠবাড়িয়া পৌর মেয়র রফিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে আসামি করা হয়েছে।
বিবার্তা/আমিন/রয়েল