সিলেটের জকিগঞ্জে বিভিন্ন এলাকায় বুধবার রাতে  চালানো অভিযানে কমপক্ষে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
	 
	জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, দেশজুড়ে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
	 
	বিবার্তা/ফারিজ