নকলায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনসংযোগ সভা

নকলায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনসংযোগ সভা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৬, ১৭:৪৬:০৭
নকলায় সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে জনসংযোগ সভা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক গ্রহণ, ইভটিজিং ও বাল্যবিবাহের মতো ক্ষতিকর নানান বিষয়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করতে শেরপুরের নকলায় এক জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নকলা থানা প্রশাসন ও হাজী জালমামুদ কলেজের যৌথ আয়োজনে হাজী জালমামুদ কলেজ প্রাঙ্গণে সভাটি অনুষ্ঠিত হয়।
 
অধ্যক্ষ মোঃ লুৎফর রহমানে সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবনী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম হায়দার, এসআই মোঃ নজরুল ইসলাম সালাম, ভাইস প্রিন্সিপাল মোঃ আলতাফ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
 
বক্তারা জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক গ্রহন, ইভটিজিং ও বাল্য বিবাহসহ বিভিন্ন ক্ষতিকর বিষয়ের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়াসহ সতর্ক থাকার পাশাপাশি সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহবান জানান।
 
ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এবং দেশকে দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে নিতে সকল প্রকার সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং ও বাল্য বিয়েরমত জাতীয় ও সামাজিক সমস্যার বিরুদ্ধে পারিবারিক ও সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তারা জানান। অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক, নেতা কর্মী, জনপ্রতিনিধি, সংবাদ কর্মীসহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
 
বিবার্তা/সানি/যুথি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com