কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জঙ্গিরা মানুষরুপি নরপিশাচ। তারা রমজান মাসে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে যেভাবে মানুষকে হত্যা করেছে। সেটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। সেখানে নারীদের কুচি কুচি করে কেটে ফ্রিজে রাখা হয়েছিল। তারপরে সেখানে হত্যাকারীরা রোজা রাখতে সেহরি খেয়েছে। সত্যিকার অর্থে এরা কোনো ধর্মের হতে পারে না।
শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আবদুল খালেক নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে সৌর বাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সরকার আসে সরকার যায়। মানুষ সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করে। আবার কোনো কোনো সরকারকে মানুষ গালি-গালাজ করে। আমাদের প্রধানমন্ত্রী যোগ্য পিতার ধন্য কন্যা শেখ হাসিনা। মানুষের জন্য কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন।
বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, তাদের আমলে নালিতাবাড়ীতে কোনো রাস্তার কাজ হয়নি। তারা মূলত ক্ষমতায় আসে ভোগ করার জন্য। তাদের মতো টেস্ট রিলিফ আমরা চাইখা খাই না। আমাদের টিআর টেস্ট রিলিফ, টেস্টি রিলিফ নয়। আর কাবিখা, খাবিখা নয়। আমরা মানুষের হিসাব পাইপাই করে বুঝিয়ে দেই।
কৃষিমন্ত্রীর বরাদ্দকৃত ২০১৬-১৭ অর্থ বছরের টিআর, কাবিখার ৫০ শতাংশ টাকা দিয়ে উপজেলার ১২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের দিনব্যাপী মেধাক্রম অনুসারে চার হাজার ৭৬৬ জন শিক্ষার্থীর হাতে সৌর বাতি তুলে দেয়া হয়।
এসময় মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শেরপুরের নকলা উপজেলায় ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৯৯ জন শিক্ষার্থীর মাঝে সৌর বাতি বিতরণ করেন কৃষিমন্ত্রী।
বিবার্তা/সানী/রয়েল