ভোলায় জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় এ পর্যন্ত ৭৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাগর নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক ব্যক্তিদের মধ্যে ভোলা সদর মডেল থানায় ৭জন, দৌলতখান থানায় ১১ জন, বোরহানউদ্দিন থানায় ১১ জন, তজুমদ্দিন থানায় ৩জন, লালমোহন থানায় ৭জন, চরফ্যাশন থানায় ২৭ জন, শশীভূষন থানায় ৪জন এবং দক্ষিণ আইচা থানায় ৬জন রয়েছে।
আটক ব্যক্তিরা ওয়ারেন্টভুক্ত, সন্দেহভাজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এদের মধ্যে জিআর মামলায় ৯, সিআর ১৩, সাজা ২, তামিল ২৪ এবং বাকিগুলো অনান্য ঘটনায় আটক।
এদিকে সদরের ইলিশা বাঘার হাওয়া এলাকা থেকে ডিবির একটি দল ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাগর নামে একজনকে আটক করেছে। তিনি পৌর ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে।
এ ব্যাপারে ভোলার পুলিশ সুপার মোক্তার হোসেন বলেন, জেলার প্রতিটি থানায় সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ দমনে পুলিশকে তৎপর হতে বলা হয়েছে। মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও স্পেশাল ভাবেই জঙ্গিবাদ দমনে সভা করা হচ্ছে।
তিনি আরো বলেন, চলতি মাসে ২৬টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অসংখ্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বিবার্তা/বিডি/ইফতি