বন্যার পানিতে লাইন ডুবে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ায় জামালপুর-সরিষাবাড়ী রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে প্রশাসন। শনিবার রাতে ট্রেনের দুর্ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান, জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার জহিরুল ইসলাম। এদিকে জামালপুর-সরিষাবাড়ী সড়ক যোগাযোগও বন্ধ রয়েছে আগে থেকেই।
পানির চাপে সরিষাবাড়ী পৌর এলাকার বাউসী ফুলবাড়ীয়া নামক স্থানে রাস্তা ভেঙে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দেশের বৃহত্তর সার কারখানা যমুনা ফার্টিলাইজারে আটকা পড়েছে প্রায় অর্ধশতাধিক ট্রাক।
বন্যার কারণে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে শুক্রবার ট্রেন যোগাযোগ বন্ধ করা হয়।
গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৮ সেন্টিমিটার কমেও শনিবার রাতে জামালপুরে বিপদসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিবার্তা/বিডি/ইফতি