সিলেট রেল স্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুপুর ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইকবাল হোসাইন ও সহকারী পুলিশ কমিশনার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি মহানগরের দক্ষিণ সুরমা থানার বেঝবাড়ি গ্রামস্থ মুক্তার মিয়ার বাড়ির দোতলা বিল্ডিংয়ের নিচতলায় পরিচালিত হয়। এসময় ইয়াবা ও হিরোইন বিক্রিকালে হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মো. সোহাগ (২৮), মো. ফয়েজ (২৭) ও আনোয়ার হোসেন (৩০)।
অভিযানকালে এক হাজার ৫৮২টি ইয়াবা, ৩৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও হিরোইনের আনুমানিক বাজারমূল্য সাড়ে তিন লাখ টাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
বিবার্তা/ইডি/ইফতি