ময়মনসিংহে মামুন হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বুধবার বিকেলে সানকিপাড়া নয়নমণি মার্কেটের সামনে এ মানববন্ধন করা হয়।
এতে নিহত মামুনের বড় ভাই হাবিব, ভাগ্নে কামাল, রাজু, টিপু, মিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের সেনবাড়ি, সানকিপাড়া বাজার, লিচু বাগানসহ বিভিন্ন এলাকা ঘুরে সানকিপাড়া বেলতলী এলাকায় গিয়ে শেষ হয়।
ঠিকাদারী কাজে চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসী গত সোমবার দুপুরে মামুনের পেটে ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার নিহত মামুনের বড় বোন মনু বেগম ৫ জনের নাম উল্লেখ করে কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
এ ঘটনায় জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে আজাদ ও সজিব নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের রমজানে সানকিপাড়া বেলতলী এলাকায় নির্মাণাধীন একটি ভবনে চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী পলাশ, আজাদ ও সজিব। মামুন এতে বাধা দেন। এ ঘটনার জের ধরে গত সোমবার দুপুরে সানকিপাড়া বাজার এলাকায় ওই সন্ত্রাসীরা মামুনের পেটে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।
বিবার্তা/আনোয়ার/নাজিম