ভোলায় বেড়িবাঁধ ধস

ভোলায় বেড়িবাঁধ ধস
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৬, ০৬:০৭:৪০
ভোলায় বেড়িবাঁধ ধস
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+
ভোলায় উজানের পানির তীব্র চাপে রিং বেড়িবাঁধ ধসে রাজাপুর ও ইলিশা ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে এক হাজার পরিবার। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে জেলা আওয়ামী লীগের একটি টিম স্থানীয়দের নিয়ে বুধবার সন্ধ্যায় দুর্গত এলাকায় ছুটে যান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেন।
 
মইনুল হোসেন জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের চেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নদী ভাঙন রোধ করার জন্য ৩১০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। ওই কাজ আগামী নভেম্বরে শুরু হবে।
 
এর মধ্যে ভাঙন তীব্র হয়ে ওঠায় জরুরিভাবে ১৫ কোটি টাকা ব্যয়ে দুই লাখ ৭৩ হাজার জিও ব্যাগ ডাম্পিং করা হয়। কিন্তু উজানের পানি ও ঢলের পানিতে সদর উপজেলার রাজাপুর ও ইলিশার দুটি পয়েন্টে রিং বেড়ি ধসে লোকালয়ে পানি প্রবেশ করে।
 
"জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন জানান, পানিবন্দি প্রতি পরিবারকে ২০ কেজি চাল ও নগদ টাকা দেয়া হচ্ছে।
 
বিবার্তা/ডিডি/ইফতি
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com