হবিগঞ্জ পৌরসভায় দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার স্থানীয় কিবরিয়া পৌর মিলনায়তনে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির এ কর্মশালার উদ্বোধন করেন।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাসের সভাপতিত্বে সভায় সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, কাউন্সিলর মো. আবুল হাসিম, শেখ মো. উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, আব্দুল আউয়াল মজনু, মো. আলমগীর, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পরিচালনা করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো. আব্দুল মজিদ, মাওলানা নূর উদ্দিন জঙ্গি, শায়েস্তানগর জামে মসজিদের ইমাম মো. আব্দুল আলীম।
পরে হজযাত্রীদের মাঝে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, প্রতি বছরই হবিগঞ্জ পৌরসভা এ প্রশিক্ষণের আয়োজন করে।
বিবার্তা/ফয়সল/নাজিম