পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রূপান্তর করার দাবি নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননুর সভাপতিত্বে ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক রফিক বিশ্বাস, জীবন কুমার মন্ডল, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অমল মুখার্জী, এস কে রঞ্জন প্রমুখ।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মাননু বলেন, এ উপজেলাকে জেলা করার যৌক্তিক দাবিতে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ২৫ আগস্ট পরবর্তী সভা করা হবে। সে সভার মাধ্যমে বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হবে।
বিবার্তা/উত্তম/ফারিজ