অদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার এ প্রতিপাদ্য সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে নজরুল স্মৃতি সংসদ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ রাখাইন স্টুডেন্টস ইউনিটি উপজেলা শাখার উদ্যোগে পৌর শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাখাইন আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক মংম্যাচিন মাস্টারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। এছাড়াও অন্যান্যের মধ্যে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, মানবাধিকার সংগঠক উপাধ্যক্ষ নুর বাহাদুর তালুকদার, প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কারিতাস বরিশাল অঞ্চলের আরএম ফ্রান্সিস ব্যাপারী, বাংলাদেশ রাখাইন স্টুন্ডেটস ইউনিটি উপজেলা শাখার সভাপতি অং নয়, রাখাইন প্রতিনিধি মং ম্যায়, এনএসএস সেবা প্রকল্পের ব্যবস্থাপক জাহিদুজ্জামান ও বাবু চুষেয়ে হাওলাদার প্রমুখ বক্তব্য দেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপেং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও আদিবাসী অধিকার আন্দোলন কর্মী মেইনথিন প্রমিলা।
বিবার্তা/উত্তম কুমার/নাজিম