বানের পানিতে ভেসে আসা ভারতীয় সেই বুনো হাতিটিকে অবশেষে চেতনানাশক দিয়ে কাবু করা গেছে। অচেতন হাতিটিকে এখন নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের কয়রা গ্রামে ট্রাংকুলাইজার বন্দুক থেকে ডার্ট ছুড়ে হাতিটিকে অচতন করা হয়।
বন অধিদপ্তরের সাবেক উপ-প্রধান বন সংরক্ষক (অবসরোত্তর ছুটিতে থাকা) তপন কুমার দে’র নেতৃত্বে বন বিভাগের উদ্ধারকারী দল, সংশ্লিষ্ট এলাকাবাসী, প্রশাসন ও পুলিশের সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে।
উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুরে হাতিটিকে চেতনানাশক ডার্ট দিয়ে ট্রাংকুলাইজার বন্দুক থেকে শুট করা হয়। হাতিটি এখন অচেতন।
গত ২৬ জুন বন্যার পানিতে ভেসে আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্তে আসে ভারতীয় বুনো হাতিটি। এরপর সেটি ঘুরতে ঘুরতে জামালপুরে আসে।
হাতিটি উদ্ধারে ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশের আসলেও ব্যর্থ হয়।
বিবার্তা/রোকন/কাফী