হবিগঞ্জে চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনের কাছে সিলেটগামী মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই রেলপথে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে উভয় দিকে বিভিন্ন স্টেশন যাত্রী ও মালবাহী অনেক ট্রেন আটকা পড়ে।
পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে। এরপর বিকেল সাড়ে ৪টায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন প্রকৌশলী (পথ) রুহুল আখতার ও স্টেশন মাস্টার মোয়াজ্জুল হক রেজা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/নাজিম/লিয়ন