বরগুনা জেলার বেতাগী উপজেলায় ‘জেগেছে যুব জেগেছে দেশ: লক্ষ্য ২০৪১’-এ উন্নত বাংলাদেশ’- এ শ্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়াং পিপলস অব বাংলাদেশ এর বাস্তবায়নে বরগুনার বেতাগী যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে চলছে মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ।
১ আগস্ট থেকে প্রশিক্ষক এসএমএ পারভেজ ও সহকারী প্রশিক্ষক এইচএম মাহাবুব রশিদ এ প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। তারা জানান, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ গাড়িতে তিনটি ব্যাচে ৪০ জন বেকার যুবাকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ কম্পিউটার অপারেটর হিসেবে গড়ে তোলাই তাদের দায়িত্ব।
প্রশিক্ষণার্থী বেকার শাহিনুর বলেন, যুগোপযোগী এ প্রশিক্ষণ দেয়ার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তবে উপজেলাভিত্তিক ছয় মাসের কম্পিউটার কোর্সের ব্যবস্থা থাকলে জেলা পর্যায়ে গিয়ে আর কষ্ট করতে হতো না।
অন্যদিকে যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল জব্বার বলেন, এ রকম প্রশিক্ষণ যুবক ও যুবতীদের দিতে পারায় আমি আনন্দিত। ভবিষ্যতে এ রকম প্রশিক্ষণ আরও দেওয়ার চেষ্টা করবো।
বিবার্তা/সাইদুল/জিয়া