পিরোজপুর পৌর শহরের কুমারখালী এলাকার নির্মাণাধীন এক ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হচ্ছেন- পৌর শহরের কুমারখালী এলাকার মো. আলমের ছেলে মো. শামীম (২৭) ও কাউখালী উপজেলার পাঙ্গাশিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে আব্দুল আলীম হাওলাদার (৩০)।
স্থানীয় লোকজন জানান, সকালে ওই ভবনের পানির ট্যাংকে নামেন স্থানীয় রাজমিস্ত্রি শামিম ও আলিম। কিছুক্ষণ পরই তারা ট্যাংকের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোল্লা সেকেন্দার আলী জানান, তাদের উদ্ধার করতে নেমে পানির ট্যাংকির বিষক্রিয়ায় দুই ফায়ার সার্ভিসের কর্মী অসুস্থ হয়ে পড়েন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিবার্তা/নাজিম/লিয়ন