গভীর বঙ্গোপসাগরের ভাসমান আবস্থায় ভারতীয় হরি কমল দাস (২৯) নামের এক জেলেকে উদ্ধার করেছে দেশীয় জেলেরা। রবিবার দুপুরের দিকে অসুস্থ অবস্থায় পটুয়াখালীর মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
ওই জেলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশপরগনা জেলার কাকদ্বীপের কৌলাশ নগর গ্রামে। সে গৌরাঙ্গ দাসের পুত্র।
উদ্ধারকারী ট্রলারের জেলে সালাউদ্দিন জানান, বঙ্গোপসাগরের চালনা পয়েন্টের বাইরে একটি ড্রাম ধরে সে ভাসছিল। শনিবার সকালের দিকে তাকে নিয়ে তীরের উদ্দেশ্যে রওনা হই। রবিবার দুপুরে তীরে এসে পৌঁছাই।
মহিপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল আফিসার সুধীর কুমার জানান, দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকায় তার অবস্থা সংকটজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন।
হরি কমল জানান, গত ৬ আগস্ট এফবি মা মহা গৌরী নামের ট্রলার ঝড়ের কবলে ডুবে য়ায়। তাদের ওই ট্রলারে ১৭ জন জেলে ছিলো। অন্যান্য জেলেদের ভাগ্যে কি ঘটেছে তা বলতে পারেনি।
মহিপুর থানার ওসি এসএম মাকসুদুর রহমান ভারতীয় জেলে উদ্ধার হবার বিষয়টি স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/উত্তম/ফারিজ