হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী তথা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্যে উপজেলার বলদিয়া ইউনিয়নে যাবতীয় আনুষ্ঠানিকতা পালন শুরু হয়েছে।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোহাব্বত হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চাঁন, আওয়ামী লীগের প্রবীণ নেতা এসএম শাহজাহান, মো. নজরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, ৪নং ওয়ার্ডের বর্তমান সদস্য মো. ফারুক হোসেন, মো. জাহিদ আলমসহ ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়নের কেন্দ্রীয় অফিসে সকাল ৯ ঘটিকায় শোক দিবস পালনের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়। দিনের প্রথম প্রহরে জাতীয় পতাকা, শোক পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং কালো ব্যাচ ধারনের মধ্য দিয়ে কার্যক্রমের ধারাবাহিকতা শুরু হয়েছে।
এছাড়াও বিকাল চারটায় মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরনের কথা রয়েছে।
বিবার্তা/ইউসুফ/জিয়া