শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামে কূপে পড়ে যাওয়া একটি বন্যহাতির বাচ্চা আজ মঙ্গলবার সকালে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, সোমবার রাতে ৪০/৪৫ বন্যহাতি দল খাদ্যের সন্ধ্যানে লোকালয়ে চলে আসে। এ সময় রাত আনুমানিক দেড়টার দিকে হাতির দলের সঙ্গে থাকা বাচ্চা হাতিটি পরিত্যক্ত একটি মাটির কূপে পড়ে যায়। হাতির দল ওই বাচ্চা হাতিটিকে উদ্ধারের জন্য ভোর ৬টা পর্যন্ত চেষ্টা চালায়। সূর্যের আলো ছড়িয়ে পড়লে হাতির দল বাচ্চাটিকে ফেলে রেখে গভীর অরণ্যে চলে যায়।
এলাকাবাসী সংবাদ দিলে শেরপুর থেকে মঙ্গলবার সকালে বনবিভাগ ও দমকল বাহিনী এবং পুলিশ সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় সকাল ৮টা কূপ থেকে রাস্তা তৈরি করে হাতি উঠার পথ তৈরি করে দেয়। সকাল সোয়া ৯টার দিকে দমকল বাহিনীর সদস্যরা রশি দিয়ে বেঁধে হাতিটিকে টেনে তৈরি করা রাস্তায় উঠিয়ে দেয়।
এ সময় হাতিটি ছাড়া পেয়ে দৌড় দেয়। পরে বনবিভাগ এবং এলাকাবাসীর সহযোগিতায় হাতিটিকে পাহাড়ের দিকে ধাওয়া দিয়ে অবমুক্ত করে। রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিবার্তা/জিয়া