ময়মনসিংহে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিউল কবির জনম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে চরপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে জনমের মা শাহনাজ বেগম উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উল্লেখ্য, শুক্রবার (১২ আগস্ট) রাত সোয়া আটটার সময় দুর্বৃত্তদের হামলায় আহত হন কলেজ শিক্ষার্থী সামিউল কবির জনম। তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সে মারা যায়। জনম এবার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান একাডেমী স্কুল থেকে এস.এস.সি পাস করে টাঙ্গাইল মেডিকেল ম্যাটস নামক প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় জনমের পিতা মো. লিটন কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পুলিশ হত্যাকাণ্ডে অংশ নেয়া অনীক নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই মো হাবিবুর রহমান।
বিবার্তা/আনোয়ার/নাজিম