জামালপুরের বকশীগঞ্জে তাছলিমা আকতার (২৫) নামে এক গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পলাতক রয়েছেন গৃহবধূর শ্বশুর আবু সাইদ, স্বামী সোলায়মান মিয়া ও শাশুড়ি শোভা বেগম।
বুধবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাসলিমার মা বিলকিস বেগম অভিযোগ করেছেন, বেশ কয়েকবছর আগে সোলায়মানের সঙ্গে তাছলিমার বিয়ে হয়। যৌতুকের দাবিতে বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন তাকে শারিরীক নির্যাতন করতো।
এর জের ধরেই বুধবারও তাকে মারধর করে। মারধরে তাছলিমার মৃত্যু হয়েছে। পরে তা তারা আত্মহত্যা বলে প্রচার করতে থাকে।
‘মৃত্যুর কিছুক্ষণ আগেও মোবাইলে মারধরের বিষয়টি আমাকে জানায়,’ বলেন তিনি।
এদিকে মৃত্যুর পর তাছলিমার মৃতদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন।
পরে খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন বলেন, রাতে গৃহবধূর শ্বশুর আবু সাইদ, স্বামী সোলয়ামান ও শাশুড়ি শোভা বেগমের বিরুদ্ধে নিহতের বাবা আনোয়ার হোসেন একটি অভিযোগ করেছেন।
তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিবার্তা/ইডি//ইফতি