পিরোজপুরের কাউখালীতে গরীব মানুষের সেবায় এসডিএফ এর কার্যক্রম চলছে। জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলাদেশের প্রতিটি গ্রাম পর্যায়ে গরীব মানুষের জন্য সেবামূলক কাজ করছে এসডিএফ।
উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) হচ্ছে অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত সংস্থা। কাউখালী উপজেলার আইরণ গ্রামে এসডিএফ এর প্রথম কার্যক্রম শুরু হয়েছিল ২০১৫ সালের ২০ ডিসেম্বর । গ্রাম সমিতি কৃতকার্য হবার পর গত ১৭ আগস্ট সর্বমোট ২৮ হাজার টাকা সরকারিভাবে ৪ জন ঝুঁকিপূর্ণ সদস্যার হাতে টাকা তুলে দেন সংস্থার ফিল্ড অফিসার বেবী রানী।
তারা হলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আইরণ গ্রামের বাসিন্দা। ৭ হাজার টাকা করে অনুদান প্রাপ্তির চারজন সদস্যা হলেন কুলসুম বিবি (৭৯), সেতারা বেগম (৭৫), রোকেয়া বেগম (৬৫) ও গোলেনুর বেগম (৭৮)।
সভায় সভাপতিত্ব করেন মাস্টার এম মাহাবুবুর রহমান। ইতিমধ্যেই এসডিএফ বিবিধ উন্নয়নমূলক কাজের পদক্ষেপ নিয়েছে। এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, গভীর নলকূপ বসানো, গরীবদের ভাগ্যের উন্নয়নের পরামর্শ ও সহযোগিতা এবং যুবকদের কম্পিউটার প্রশিক্ষণসহ বিবিধ উন্নয়ন মূলক কাজের পদক্ষেপ।
নারী নেত্রীদের জেন্ডার বিষয়ক কর্মশালা: পিরোজপুরের কাউখালীতে বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগ এর আয়োজনে বুধবার বিকালে সংস্থার উপজেলা কার্যালয়ে উপজেলার ৫টি ইউনিয়নের ৩০ জন নারী নেত্রী দিনব্যাপী জেন্ডার বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রকল্প সমন্বয়কারী নাদিরা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, উপজেলা সমন্বয়কারী ইব্রাহিম মিয়া। উপজেলার মোট ১৫০ জন নারী নেত্রী এ কর্মশালায় পর্যায়ক্রমে অংশগ্রহণ করে।
বিবার্তা/বশির/জিয়া