এবারের এইচএসসি পরীক্ষায় বরিশালের দুটি কলেজ শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
কলেজ দুটি হলো- বরিশাল ক্যাডেট কলেজ এবং পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার ধুলিয়া আউলিয়াপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ আলমগীর জানান, বরিশাল ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়া ৫৪ জন পরীক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে, আউলিয়াপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলে পাশ করেছে। তবে একজন পরীক্ষার্থীও পাস করেনি এমন কোনো কলেজ নেই বরিশাল বোর্ডে।
উল্লেখ্য, বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ জেলায় মোট ৩১৫টি কলেজ এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
বিবার্তা/আরমান/নাজিম