সিলেট শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে। চলতি বছর এই বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন শিক্ষার্থী।
গত বছর সিলেটে পাসের হার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল এক হাজার ৩৫৬ জন।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম ফলাফল প্রকাশ করেন।
তিনি জানান, চলতি বছর এই বোর্ডের অধীনে ২৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৮৭০ জন। শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান।
ফল বিশ্লেষণে দেখা গেছে, আগের বছরগুলোতে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করলেও এবার তাতে-ও পরিবর্তন এসেছে। এবার ছেলেদের পাসের হার ৭০ দশমিক ৩১ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬৭ দশমিক ১১ শতাংশ।
এছাড়া জিপিএ-৫ প্রাপ্তিতেও এগিয়ে ছেলেরাই। এক হাজার ৩৩০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মধ্যে এবার ৭৯৪ জন ছেলে ও ৫৩৬ জন মেয়ে।
বিবার্তা/নাজিম/লিয়ন