পটুয়াখালীর কলাপাড়ায় শহরের চেয়ে গ্রামের কলেজগুলোতে পাশের হার ভাল। উপজেলায় ফলাফলে প্রথম স্থান অধিকার করা কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে শতকরা ৯৩.১৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। কলেজটিতে ছয় জন জিপিএ-৫ পেয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে পাশের শতকরা হার ৮৭.৭৪ ভাগ। তৃতীয় স্থানে আছে আলহাজ্জ জালাল উদ্দিন কলেজ। এতে পাশের হার ৫৬.৮৯ ভাগ।
ধানখালী ডিগ্রি কলেজে কলাপাড়া মহিলা কলেজ ও কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে পাশের হার যথাক্রমে ৪৫.৫০, ৪৪.১৩ ও ৪১.৬৪ ভাগ।
বিবার্তা/উত্তম/ফারিজ