ভোলার মনপুরার মেঘনা নদীতে মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে ৫ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। এসময় তারা দুই জেলেকে গুলি করে ফেলে রেখে যায়।
শুক্রবার ভোরে মনপুরার অদূরে মেঘনা নদীর জাগলার চর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জেলে মনির ও সালাউদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপহৃতরা হলেন, নেছার মাঝি, খোরশেদ, ফারুক, জাহাঙ্গীর ও জাফর। তাদের বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের কুলাগাজীর তালুক গ্রামে।
পুলিশ ও স্থানীয় জেলেরা জানান, ভোরে জাগলার চর এলাকায় মাছ শিকারকালে জেলেদের একটি ট্রলার ঘিরে ফেলে দস্যুরা। পরে ট্রলারে হামলা করে মুক্তিপণের দাবিতে ৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় দস্যুদের গুলিতে দুই জেলে আহত হয়।
মনপুরা থানার ওসি শাহিন খান জানান, জেলেরা মনপুরার হলেও ডাকাতির ঘটনা ঘটেছে হাতিয়া সীমানায়। অপহৃত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
বিবার্তা/নাজিম/লিয়ন