পেট থেকে বের হলো কাঁচের বোতল

পেট থেকে বের হলো কাঁচের বোতল
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৬, ১৮:১৫:৪৮
পেট থেকে বের হলো কাঁচের বোতল
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+
বরিশালে জালাল (৪০) নামে এক ব্যক্তির পেটে অস্ত্রোপচার চালিয়ে পাকস্থলীর ভেতর থেকে একটি বড় কাঁচের বোতল বের করা হয়েছে। রোগী জালাল ভোলার লালমোহন উপজেলার ফরাসগঞ্জ গ্রামের আব্দুল মোনাজের ছেলে।
 
গত ১৭ আগস্ট রাত ৯টায় প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে বরিশাল নগরের হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তির পর অস্ত্রোপচারে পেট থেকে বোতল বের করেন চিকিৎসকরা। তবে এ বোতল কিভাবে পেটের ভেতরে গেলো সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
 
হাসপাতাল সূত্র জানায়, বুধবার রাতে জালালের গুরুতর অবস্থা দেখে ডা. মো. জাহাঙ্গীর আলম সেলিম পরীক্ষা-নিরীক্ষা করে এক্সরে রিপোর্টে পেটের ভেতর বোতল সদৃশ বস্তু দেখতে পান। এরপর পায়ুপথ দিয়ে বোতলটি বের করার জন্য অস্ত্রোপচারের উদ্যোগ নেন। একপর্যায়ে রোগীর পেটের ভেতর কাঁচের আস্ত বোতলের উপস্থিতি টের পান।
 
চিকিৎসক জানান, বোতলটি পায়ুপথ দিয়ে বের করা অসম্ভব হওয়ায় তিনি রোগীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন। কিন্তু রোগীর ইচ্ছায় রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে পেট থেকে বোতলটি অপসারণ করা হয়।
 
তিনি আরো জানান, রোগী বর্তমান সুস্থ রয়েছেন। তবে কিভাবে পেটে বোতল ঢুকলো এ বিষয়ে রোগীর স্বজনরা কথা বলতে রাজি নন।
 
বিবার্তা/নাজিম/রাহাত
সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ

কারওয়ান বাজার (২য় তলা), ঢাকা-১২১৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১১৯২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com